প্রতীক, পতাকা ও সংগীত |
|
National Symbol, Flag & Anthems |
|
বাংলাদেশের জাতীয় প্রতীক কি ? | উঃ উভয় পাশে ধানের শীষে বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা।
তার মাথায় পাটগাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা
এবং উভয পাশে দুটি করে তারকা।
|
|
|
|
জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন? | উঃ তৎকালীন ছাত্র নেতা আ.স.ম আবদুর রব। | | | |
জাতীয় পতাকা পরিমাপের অনুপাত কত? | উঃ দৈর্ঘ্য : প্রস্থ = ৫:৩ | | | |
বাংলাদেশের জাতীয় সংগীত কোনটি? | উঃ আমার সোনার বাংলা প্রথম ১০ চরন। | | | |
আমার সোনার বাংলা কবিতাটিতে কতটি চরণ আছে? | উঃ ২৫টি। | | | |
আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থের অর্ন্তগত? | উঃ গীতবিতান এর অর্ন্তগত। | | | |
আমার সোনার বাংলা-র সুরকার কে? | উঃ রবীন্দ্রনাথ ঠাকুর। | | | |
আমার সোনার বাংলা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? | উঃ বঙ্গদর্শন। | | | |
আমার সোনার বাংলা প্রথম প্রকাশিত হয় কোন সালে? | উঃ ১৯০৫ সালে। | | | |
বাংলাদেশের রণ সংগীত কোনটি? | উঃ চল চল চল চল কবিতার প্রথম দুই স্তবক। | | | |
বাংলাদেশের রণ সঙ্গীতের গীতিকার কে? | উঃ কাজী নজরুল ইসলাম। | | | |
উৎসব অনুষ্ঠানে বাজানো হয় রণ সঙ্গীতের কত চরণ? | উঃ প্রথম ২১ চরন। | | | |
বাংলাদেশের রণ সঙ্গীতের সুরকার কে? | উঃ কাজী নজরুল ইসলাম। | | | |
বাংলাদেশের রণ সংগীত চল্ চল্ চল্ কোন কাব্যর অর্ন্তগত? | উঃ সন্ধ্যা কাব্য। | | | |
রণ সঙ্গীত বাংলা কত সালে প্রথম প্রকাশিত হয়? | উঃ ১৩৩৫ সালে। | | | |
রণ সঙ্গীত কোন পত্রিকায় প্রকাশিত হয়? | উঃ শিখায় । | | | |
বাংলাদেশের ক্রীড়া সংগীত কোনটি? | উঃ সেলিমা রহমান রচিত বাংলাদেশের দুরন্ত সন্তান আমরা দুর্দম দুর্জয় নামক গানটি। |
|
প্রতীক, পতাকা ও সংগীত National Symbol, Flag & Anthems
Reviewed by
Tech Master
on
9:05 PM
Rating:
5
';
(function() {
var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true;
dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js';
(document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq);
})();
No comments