Breaking News

এশিয়ার ইতিহাস:

এশিয়ার ইতিহাস

ভারতে কয় কক্ষবিশিষ্ট পার্লামেন্ট রয়েছে?উঃ দুই কক্ষ বিশিষ্ট।
ভারতে দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টের নামগুলো কি কি?উঃ রাজ্যসভা ও লোকসভা।
ভারতে রাজ্যসভার মোট আসন সংখ্যা কত?উঃ ২৫০ টি (২৩৮টি নির্বাচিত এবং ১২টি সংরক্ষিত)।
ভারতে লোকসভার মোট আসন সংখ্যা কত?উঃ ৫৫২ টি (৫৫০টি নির্বাচিত এবং ২টি সংরক্ষিত)।
ভারতে লোকসভার কত আসনে বর্তমানে নির্বাচন হয়?উঃ ৫৪৩ টি।
ভারতের স্বাধীনতা লাভের পর কোন মহিলা গর্ভনর নিযুক্ত হন?উঃ সরোজিনী নাইডু।
মহাত্মা গান্ধী দক্ষিন আফ্রিকা থেকে কবে দেশে প্রত্যাবর্তন করেন?উঃ ০৯ জানুয়ারী ১৯১৫।
মহাত্মা গান্ধী কবে নিহত হয়েছিলেন?উঃ ৩০ জানুয়ারী, ১৯৪৮ (বিড়লা হাউজে)।
বিড়লা হাউসের বর্তমান নাম কি?উঃ গান্ধী সদন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এসউইচ বধ্যভূমিতে কত লোককে হত্যা করা হয়েছিল?উঃ ১৫ লক্ষ।
ভারতের কংগ্রেসের বর্তমান সভাপতি কে?উঃ সোনিয়া গান্ধী।
মাদার তেরেসা কবে মৃত্যুবরণ করেন?উঃ ০৫ সেপ্টেম্বর ১৯৯৭।
জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ড কবে হয়েছিল?উঃ ০৯ জানুয়ারী ১৯১৫।
জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ড কে নেতৃত্ব দিয়েছিল?জেনারেল রেজিল্যান্ড ডায়ার।
জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ডে কয়জন নিহত ও আহত হয়েছিলেন?৫০০ ও ১,৫০০ জন।
ভারত-চীন যুদ্ধ কবে সংগঠিত হয়?১১ অক্টোবর, ১৯৬২।
ইন্দিরা গান্ধী কবে আততায়ীর গুলিতে নিহত হন?উঃ ৩১ অক্টেবর ১৯৮৪।
ভারতীয় সংবিধানের প্রস্তাবের জনক কে?উঃ জওহরলাল নেহেরু।
তাসখন্দ চুক্তি কবে সাক্ষরিত হয়?উঃ ১১ জানুয়ারী ১৯৬৬।
ভারতের রাজ্যসভার চেয়ারম্যান কে?উঃ উপ-রাষ্ট্রপতি।
ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে?উঃ মোরারজি দেশাই।
পশ্চিমবঙ্গের বর্তমান মূখ্যমন্ত্রী কে?উঃ মমতা বন্দোপাধ্যায়
ভারত কবে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়?উঃ ১৮ মে ১৯৭৪।
ইবনে বতুতা কবে ভারত গমন করেন?উঃ ১৩৩৩ সালে।
ভাস্কো-দা-গামা কবে কালিকট বন্দরে আগমন করেন?উঃ ১৪৪৮ সালে।
পর্তুগীজরা কবে গোয়া দখল করে?উঃ ১৫১০ সালে।
শেরশাহ কবে হুমায়নকে পরাজিত করে দিল্লীর মসনদ দখল করে?উঃ ১৫৩৯ সালে।
সম্রাট আকবরের নির্দেশে কবে জিজিয়া কর প্রত্যাহার করা হয়?উঃ ১৫৬৪ সালে।
আকবর কবে দীন ই এলাহি ধর্ম প্রবর্তন করেন?উঃ ১৫৮২ সালে।
ভারত ও পাকিস্তানের মাঝে বিখ্যাত সিমলা চুক্তি স্বাক্ষর হয়েছিল কবে।উঃ ৩ জুলাই ১৯৭২ সালে।
মনসবদারী প্রথার প্রচলন করেন কোন সম্রাট?উঃ সম্রাট আকবর।
গেটওয়ে অব ইন্ডিয়া কার সম্মানে নির্মিত হয়?উঃ ব্রিটেনের রাজা জর্জ।
ভারতে সিয়াচেন জায়গাটি কোন সীমান্তে অবস্থিত?উঃ ভারত-পাকিস্তান সিমান্তে।
ব্রিটেনে কবে ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা ঘটে?উঃ ১৬০০ সালে।
উগ্র জাতীয়তাবাদী হিন্দুরা কবে বাবরী মসজিদ ধ্বংস করে?উঃ ০৬ ডিসেম্বর ১৯৯২।
ভারতের ঐতিহাসিক বাবরী মসজিদ অবস্থিত?উঃ অযোধ্যায়।
ইংল্যান্ডের রাণীকে কবে ভারতের সম্রাট ঘোষনা করা হয়?উঃ ১৮৭৭ সালে।
ভারত রক্ষা আইন প্রণীত হয় কোন সালে?উঃ ১৯১৫ সালে।
সার্কভুক্ত দেশের মধ্যে কোন দেশের গণতন্ত্রের ইতিহাস দীর্ঘদিনের?উঃ ভারত।
কাশ্মেীরে বিচ্ছিন্নবাদীদের প্রধান জোট কোনটি?উঃ অল পার্টি হুরিয়াত কনফারেন্স।
ফুলনদেবীকে কত তারিখে খুন করা হয়?উঃ ২৫ জুলাই, ২০০১।
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কবে শপথ গ্রহন করেন?উঃ ২৬ মে, ২০১৪।
নরেন্দ্র মোদি বর্তমানে ভারতের কততম প্রধানমন্ত্রী?উঃ ১৬ তম।
ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে?উঃ মীরা কুমার।
কত তারিখে ভারতের কিংবদন্তী বনদস্যু বীরাপ্পন নিহত হয়?উঃ ১৮ অক্টোবর, ২০০৪।
ভারতের অযোধ্যায় বাবরী মসজিদ ধ্বংসের ঘটনায় গঠিত কমিশনটির নাম কি?উঃ লিবারহ্যান কমিশন।
ভারতীয় গোয়েন্দা সংস্থার নাম কি?উঃ (RAW) র’।
‘ব্লাক ক্যাট’ কোন দেশের কমান্ডো বাহিনী?উঃ ভারত।
ভারতের পশ্চিম বঙ্গের নতুন নাম কি?উঃ বাংলা প্রদেশ।
‘সীমান্ত গান্ধী’ নামে পরিচিত কে ছিলেন?উঃ আবদুল গাফফার খান।
টিপু সুলতান কে ছিলেন?উঃ মহীশুরের শাসনকর্তা।
বোমা বিস্ফোরণে ভারতের রাজীব গান্ধী কবে নিহত হয়?উঃ ২১ মে ১৯৯১।
রাজীব গান্ধী হত্যার সাথে জরিত মহিলা কোন সংগঠনের সদস্যা?উঃ এল.টি.টি.আই।
রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কি?উঃ থানু।
বেফোর্স কেলেংকারীর সাথে জড়িত ভারতীয় প্রধানমন্ত্রী?উঃ রাজীব গান্ধী।
বেফোর্স কোন দেশের অস্ত্র উৎপাদন ও বিক্রয়কারী সংস্থা?উঃ সুইডেন।
ভারতের কোন রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় শত শত মুসলিম নর-নারী নিহত হয়?উঃ গুজরাট।
ভারতের বিখ্যাত তিনমূর্তি ভবনটি কোথায় অবস্থিত?উঃ নয়াদিল্লী।
ভারতের গোলযোগপূর্ণ ‘অনন্তনাগ’ শহরটি অবস্থিত?উঃ কাশ্মীরে।
কোন দেশটিকে ‘দ্য ল্যান্ড অব থান্ডার ড্রাগন’ বলা হয়?উঃ ভূটানকে।
ভূটানের প্রথম উত্তরাধিকারী ভিত্তিক রাজা ক্ষমতায় আসে কবে?উঃ ১৭ ডিসেম্বর ১৯০৭
জিগমে সিংগে ওয়াংচুক কবে ভূটানের রাজা নিযুক্ত হন?উঃ ১৯৭২ সালের জুলাই মাসে।
ভূটানে কবে গনতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত হয়?উঃ ১৯৬৯ সালে।
মায়ানমার কবে ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছিল?উঃ ১ এপ্রিল, ১৯৩৭।
মায়ানমারের চলমান সামরিক শাসন শুরু হয় কবে?উঃ ১৯৬২ সালে।
কোন দেশে ১৯৬২ সালের পর আদৌ কোন গনতন্ত্র চর্চা হয়নি?উঃ মায়ানমারে।
অং সান সুচি রাজনৈতিক দলের নাম কি?উঃ এনএলডি (ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসী)।
অং সান সুচি কবে এনএলডি গঠন করেন?উঃ সেপ্টেম্বর, ১৯৮৮ সাল।
বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দর নায়েক কোন দেশের অধিবাসী?উঃ শ্রীলঙ্কা।
এলটিটিই-র জন্ম হয় কবে?উঃ ১৯৭৮ সালে।
শ্রীলংকার তামিল গেরিলাদের প্রধান কে ছিলেন/উঃ ভিলু পিল্লাই প্রভাকরন।
ভিলু পিল্লাই প্রভাকরণ কবে শ্রিলঙ্কার সেনা বাহিনীর হাতে নিহত হন?উঃ ১৮ মে, ২০০৯।
ইসলামী বিশ্বের প্রথম মহিলা সরকার প্রধান কে?উঃ বেনজীর ভূট্রো।
বেনজির ভুট্টোর কবে জন্ম গ্রহণ করে?উঃ ২১ জুন, ১৯৫৩।
বেনজির ভুট্টোর কবে আত্মঘাতি হামলায় নিহত হন?উঃ ২৭ ডিসেম্বর, ২০০৭।
আফগানিস্তানকে কে প্রজাতন্ত্র ঘোষনা করেন?উঃ দাউদ খাঁ।
নেপালের রাজা বীরেন্দ্র ও স্ত্রী ঐশ্বর্যসহ রাজ পরিবারের ১০ জন সদস্য নিহত হয় কবে?উঃ ২৯ জুন, ২০০১।
কোন দেশ বিশ্ব মতামত অগ্রাহ্য করে ভাস্কর্য ভান্ডার কাজ সম্পন্ন করে?উঃ আফগানিস্তান।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মাথাপিছূ আয় সব চাইতে বেশী কোন দেশের?উঃ মালদ্বীপে।
এশিয়ার কোন দেশের নিজস্ব সেনাবাহিনী নেই?উঃ মালদ্বীপে।
মায়ানমার সীমান্ত রক্ষী বাহিনীকে কি বলা হয়?উঃ লুন্টিন।
ভারত ও শ্রীলংকার মধ্যে রামেশ্বর দ্বীপ, মান্নার দ্বীপ এবং আরো কয়েকটি দ্বীপ রয়েছে এগুলোকে একত্রে কি বলা হয়?উঃ সেতু বন্ধ।
নেপাল সরকারের প্রধান কার্যালয় কোথায়?উঃ সিংহ দরবার।
কোন দেশের ৮০% জুড়ে কারাকুম মরুভূমি অবস্থিত?উঃ তুর্কমেনিস্তান।
তিয়েন মান পর্বতমালার উপর অবস্থিত কোন দেশ?উঃ কিরঘিজস্তান।
জাপান কবে কোরিয়া দখল করে?উঃ ১৯১০ সালে।
মার্কিন যুক্তরাষ্ট্র কবে কোরিয়া হস্তক্ষেপ করে?উঃ ২৯ আগষ্ট, ১৯৫০ সালে।
উত্তর ও দক্ষিন কোরিয়া কবে বিভক্ত হয়?উঃ ১৫ আগষ্ট, ১৯৪৫।
কবে দক্ষিন কোরিয়া রাষ্ট্রের অভ্যূদয় ঘটে?উঃ ১৫ আগষ্ট, ১৯৪৫।
কবে উত্তর কোরিয়া দক্ষিন কোরিয়াকে আক্রমন করে?উঃ ২৫ জুন, ১৯৫০।
কবে কোরিয়া যুদ্ধের অবসান ঘটে?উঃ ২৭ জুলাই, ১৯৫৩।
দুই কোরিয়া পুনঃ একত্রীকরণের লক্ষ্যে যৌথ ঘোষনা দেওয়া হয়?উঃ ৪ জুলাই, ১৯৭২।
দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হন?উঃ জনগণের প্রত্যক্ষ ভোটে।
দক্ষিন কোরিয়ার জাতীয় সংসদের আসন সংখ্যা কত?উঃ ২৯৯ টি।
চীনের প্রথম বিদেশ-জাত শাসক কে ?উঃ কুবলাই খান।
চীনের সর্বশেষ সম্রাটের নাম কি ?উঃ সম্রাট লুই।
সম্রাট লুই কবে সিংহাসন ত্যাগ করেন ?উঃ ১৯১২ সালের ১২ ফেব্রুয়ারি।
চীনের সংবিধান সংশোধনর ব্যাপারে সর্বময় ক্ষমতার অধিকারী কে ?উঃ চীন কংগ্রেস।
বর্তমান ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি কোন সালে চীনের ক্ষমতা গ্রহণ করে ?উঃ ১৯৪৯ সালে।
চীনের কাছে হংকং হস্তান্তর করা হয় ?উঃ ১৯৯৭ সালের ১ জুলাই।
হংকং এ বৃটিশ শাসনের অবসানের পর সেখানে প্রথম গভর্নও হিসেবে কে দায়িত্ব নেন ?উঃ তুং চি হুয়া।
হংকং চীনের অন্তর্ভূত হওয়ার পর কবে প্রথমবারের মত নির্বাচন অনুষ্ঠিত হয় ?উঃ ২৪ এপ্রিল, ১৯৯৮।
পর্তুগীজ কবে চীনের কাছে ম্যাকাও হস্তান্তর করে ?উঃ ১৯৯৯ সালের ১৯ ডিসেম্বর।
পর্তুগাল কবে ম্যাকাও হস্তান্তরের ঘোষণা দেয় ?উঃ ১৯৮৭ সালে।
ফালুন গং কি ?উঃ চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন।
ফালুন গং এর উত্থান ঘটে কোন সালে ?উঃ ১৯৯২ সালে।
চীনের সরকার কবে ফালুন গং আন্দোলন নিষিদ্ধ ঘোষণা করে ?উঃ ১৯৯৯ সালের ২২ জুলাই।
ফালুন গং আন্দোলনের মূল নেতা কে ?উঃ রী হং ঝি।
চীন কবে তিব্বতে ধর্মীয় স্বাধীনতা দান করে ?উঃ ২৭ মে ১৯৫১ সালে।
মাঞ্চুরিয়া বিষয়ে চীন ও রাশিয়ার মধ্যে কবে চুক্তি স্বাক্ষরিত হয় ?উঃ ১৯০২ সালের ৮ এপ্রিল।
চীনের কাছে রাশিয়া কবে মাঞ্চুরিয়া হস্তান্তর করে ?উঃ ১৮ জুলাই ১৯০২ সালে।
চীনের সঙ্গে তাইওয়ান কবে সরাসরি বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেয় ?উঃ ২২ মার্চ ২০০০।
চীনে কবে দাস প্রথা অবলুপ্ত হয়েছে ?উঃ ১৯১০ সালের ১০ মার্চ।
চীনে কবে দু’হাজার বছরের রাজতন্ত্রের অবসান ঘটে ?উঃ ১৯১১ সালের ১০ অক্টোবর।
চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট কে?উঃ ডঃ সান ইয়াৎ সেন।
ডঃ সান ইয়াং সেন কবে চীনের রাষ্ট্রপতি নির্বাচিত হন ?উঃ ১৯১১ সালের ১৯ ডিসেম্বর।
কবে চীনে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় ?উঃ ১৯২১ সালের ৩০ জুন।
চীন-যুক্তরাষ্ট্র পারমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?উঃ ১৯৯৪ সালের ৪ অক্টোবর।
চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে কপিরাইট চুক্তি কবে স্বাক্ষরিত হয়?উঃ ১১ মার্চ ১৯৯৫ সালে।
চীন ও দক্ষিণ কোরিযার মধ্যে কবে ‘বেইজিং-সিউল’ চুক্তি সম্পাদিত হয় ?উঃ ১৯৯৪ সালের ৩১ অক্টোবর।
চীন কবে সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক ঘোষণা করে ?উঃ ১৯৯৫ সালের ৯ ফেব্রুয়ারি।
কবে ভারত-চীন যুদ্ধ সংঘটিত হয়েছে ?উঃ ১৯৬২ সালের ১১ অক্টোবর।
মাও জে দং কবে চীনে সাংস্কৃতিক বিপ্লবের ডাক দেন ?উঃ ১৯৬৬ সালের ১১ জানুয়ারি।
চীন কবে প্রথম হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটায় ?উঃ ১৯৬৭ সালের ১৭ জুন।
জাতিসংঘ কবে চীনের সদস্যপদ খারিজ করে ?উঃ ১৯৫০ সালের ১ আগস্ট।
পুনরায় চীন কবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হয় ?উঃ ১৯৭১ সালের ২৫ অক্টোবর।
কবে ব্রিটেন হংকং এর সর্বশেষ নৌ ঘাঁটিটি বন্ধ করে দেয়?উঃ ১৯৯৭ সালের ১১ এপ্রিল।
চীনের ‘গ্রেটওয়াল’ (প্রাচীর) কোন সালে নির্মাণ শুরু হয়েছিল ?উঃ খ্রিষ্টপূর্ব ২১৪ সালে।
চীনে কবে লং মার্চের শুরু হয় ?উঃ ১৯৩৪ সালের ১৬ মেপ্টম্বর।
মাও জে দং এর লং মার্চ শুরু হয় কবে ?উঃ ১৯৩৪ সালের ২১ সেপ্টেম্বর।
মাও জে দং কবে গণপ্রজাতন্ত্রী চীনের ঘোষণা দান করেন ?উঃ ১৯৪৯ সালের ১ অক্টোবর।
চীন কবে কোরিয়ার যুদ্ধে যুক্ত হয়েছিল ?উঃ ১৯৫০ সালের ২৮ নভেম্বর।
দালাইলামা কোন দেশের ধর্মীয় নেতা ?উঃ তিব্বতের।
দালাইলামা কবে তিব্বত পরিত্যাগ করে ভারতে আশ্রয় গ্রহণ করেন ?উঃ ২৩ ফেব্রুয়ারি, ১৯৫৯ সালে।
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধান হুজিনতাও কবে দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন ?উঃ ১৫ মার্চ , ২০০২ সালে।
চীনে মোট কয়টি প্রদেশ রয়েছে?উঃ ২২ টি।
চীনের অবিসংবাদিত নেতা চৌ এন লাই কবে মৃত্যুবরন করেন?উঃ ১৯৭৬ সালে।
তিয়েন আনমেন স্কোয়ার কোথায় অবস্থিত?উঃ বেইজিং।
গ্রেট হল কোথায় অবস্থিত?উঃ মস্কোতে।
হংকং-এ কবে চীনের শাসন ব্যবস্থা বলবৎ হয়?উঃ ১ জুলাই, ১৯৯৭।
হংকং কত বছরে বৃটেনের অধীনে ছিল?উঃ ১৫৬ বছর।
ম্যাকাও কত বছর পর্তূগালের অধীনে ছিল?উঃ ৪৪৩ বছর।
ম্যাকাও কবে চীনের অর্ন্তভক্ত হয়?উঃ ১৯ ডিসেম্বর, ১৯৯৯।
কোন সালে জাপানের সামন্ত ব্যবস্থার বিলুপ্তি ঘটে?উঃ ১৮৭১ সালে।
কোন সালে জাপানের সামন্ত ব্যবস্থার বিলুপ্তি ঘটে?উঃ ১৮৭১ সালে।
রুশ জাপান যুদ্ধ কবে শুরু হয়েছে?উঃ ০৮ ফেব্রুয়ারী, ১৯০৪।
জাপানের বিসমার্ক প্রিন্স ইটো কবে নিহত হন?উঃ ২৬ অক্টোবর ১৯০৯।
জাপান সম্রাট হিরোহিতো কবে মৃত্যুবরন করেন?উঃ ০৭ জানুয়ারী, ১৯৮৯।
আকিহিতো জাপানের কততম সম্রাট?উঃ ১২৫ তম
বর্তমানে (২০০৯) জাপানের সম্রাট?উঃ আকিহিতো।
জাপানের সম্রাট আকিহিতো পেশায় কি?উঃ সমুদ্র জীববিজ্ঞানী।
সূর্যদেবতা আমাতেরাসুর বংশধর কারা?উঃ জাপানের সম্রাটরা।
জাপান সাগর ও পীত সাগরের মধ্যে অবস্থিত?উঃ কোরিয়া উপদ্বীপ।
বিতর্কিত শাখালিন দ্বীপপুঞ্জ অবস্থিত জাপানের কোন দিকে?উঃ উত্তরে।
জাপান কবে কোরিয়া অধিকার করে?উঃ ২২ আগষ্ট ১৯১০।
জাপান কবে সাংহাই অধিকার করে?উঃ ২৮ জানুয়ারী, ১৯৩২।
জাপান কবে লীগ অফ নেশনস পরিত্যাগ করে?উঃ ১৫ মার্চ, ১৯৩৩।
জাপান কবে চীন আক্রমন করে?উঃ ৭ জুলাই, ১৯৩৭।
জাপানের বর্তমান সংবিধান কবে প্রণীত হয়?উঃ ১৯৪৭ সালে।
জাপানের প্রথম মহিলা পররাষ্ট্র মন্ত্রির নাম কি?উঃ মাকিকো তানাকা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত জাপান এশিয়ার কোন দেশ দখল করে রেখেছিল?উঃ কোরিয়া।
কোন সালে জাপান তাইওয়ান দখল করে?উঃ ১৮৯৫ সালে।
চীন জাপান থেকে তাইওয়ানকে পুনরুদ্ধার করে কোন সালে?উঃ ১৯৪৫ সালে।
তাইওয়ান কবে জাতিসংঘ কর্তৃক বহিস্কৃত হয়?উঃ ২৫ অক্টোবর, ১৯৭১।
কখন থেকে তাইওয়ানে গনতান্ত্রিক সংস্কার কাজ শুরু করে?উঃ ১৯৮০ সালে।
কোন সালে তাইওয়ানের সামরিক শাসনের অবসান ঘটে?উঃ ১৯৮৭ সালে।
১৯৪৯ সালের পর কবে তাইওয়ানে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়?উঃ ২০ ডিসেম্বর, ১৯৯২ সালে।
কোন দেশকে দ্বৈত রাজনৈতিক দেশ বলা হয়?উঃ তাইওযান।
তাইওয়ানের সাথে কূটনৈতিক সর্ম্পক থাকা একমাত্র দেশ কোনটি?উঃ ভ্যাটিকান।
কতটি দ্বিপ নিয়ে ফিলিপাইন দেশটি গড়ে উঠেছে?উঃ ৭১০০ টি দ্বীপ।
ফিলিপাইন কবে স্বাধীনতা অর্জন করে?উঃ ৪ জুলাই, ১৯৪৬।
‘সুবিক বে’ কিসের জন্য বিখ্যাত ছিল?উঃ ফিলিপাইনের অবস্থিত মার্কিন নৌ ঘাটি।
ফিলিপাইনের ‘সুবিক বে’ থেকে মার্কিন নৌঘাটি কোথায় স্থানান্তরিত করা হয়?উঃ সিঙ্গাপুরে।
Mora National Liceration Front (MNLF) কোন দেশের স্বাধীনতাকামী সংগঠনের নাম?উঃ ফিলিপাইন।
আবু সায়াফ কোন দেশের গেরিলা সংগঠনের নাম?উঃ ফিলিপাইন।
এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমান ঘাটি?উঃ কার্ক।
ইরাক কবে স্বাধীনতা লাভ করে?উঃ ১৯৩২ সালে।
সাদ্দাম হোসেন কবে ইরাকের প্রেসিডেন্ট হিসেবে আসীন হন?উঃ ১৯৭৯ সালে।
ইরাক কবে কুয়েত দখল করে?উঃ ২ আগষ্ট, ১৯৯০।
ইরাক কবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে?উঃ ১০ নভেম্বর, ১৯৯৪।
ইরাক-ইরান যুদ্ধের প্রধান কারন কি?উঃ শাতিল-আরব জলপথের নিয়ন্ত্রন।
প্রথম উপসাগরীয় যুদ্ধের স্থায়িত্ব ছিল কত দিন?উঃ ৮৬ দিন।
ইরাক কুয়েতকে দখল করে কততম প্রদেশ হিসেবে ঘোষণা করেছিল?উঃ ১৯ তম।
উপসাগরীয় যুদ্ধে ইরাক কর্তৃক দখলকৃত সৌদি শহরটির নাম কি?উঃ খাফজি।
ইরাক-ইরান যুদ্ধবিরতি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?উঃ ২০ সেপ্টেম্বর, ১৯৮৮।
ইরাকের নেতা আহমেদ ছালাবির রাজনৈতিক দলের নাম কি?উঃ ইরাক ন্যাশনাল কংগ্রেস (আইএনসি)।
যুদ্ধোত্তর ইরাকে ইঙ্গ-মার্কিন জোট বিরোধী দলটির নাম কি?উঃ ন্যাশনাল ইরাকী লিবারেশন।
মার্কিন জেনারেল টমি ফ্রাঙ্ক কর্তৃক কবে ইরাকের বাথ পার্টি বিলুপ্ত ঘোষিত হয়?উঃ ১১ মে, ২০০৩।
ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কবে মার্কিন বাহিনীর হাতে গ্রেফতার হন?উঃ ১৩ ডিসেম্বর, ২০০৩।
প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কোথায় মার্কিন বাহিনীর হাতে গ্রেফতার হন?উঃ তিকরিতে খামার বাড়ীতে।
সাদ্দাম হোসেনের বিচারের জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনালের প্রধান বিচারপতির নাম কি?উঃ সালেম চালাবী।
ইরাকের শিয়াপন্থি মার্কিন বিরোধী গেরিলা গ্রুপের নাম কি?উঃ মাহাদী আর্মি।
উঃ মাহাদী আর্মি।উঃ সাদ্দাম হোসেনকে গ্রেফতারে পরিচালিত অভিযান।
ইরাকের জাতীয় নির্বাচনে কোন জোট জয়লাভ করে?উঃ শিয়া জোট ইউনাইটেড ইরাকি এ্যালায়েন্স।
শিয়া জোটের শীর্ষ নেতা কে?উঃ আয়াতুল্লাহ আলী আল সিসতানী।
গ্রীন জোন কি?উঃ বাগদাদে মার্কিন বাহিনীর সুরক্ষিত সদর দপ্তর।
ইরানে কবে জনপদ গড়ে ওঠে?উঃ প্রায় ৩,০০০ খ্রিষ্ট পূর্রাব্দে।
কবে পারস্য সাম্রাজ্যর গোড়া পত্তন ঘটে?উঃ ৫০০ খ্রিষ্ট পূর্বাব্দে।
ইরানে কবে ইসলামী প্রজাতন্ত্র গঠিত হয়েছে?উঃ ০১ এপ্রিল, ১৯৭৯।
ইয়েমেনে কবে প্রথম জনবসতি গড়ে উঠেছিল?উঃ ২০০০ খ্রিষ্ট পূর্বাব্দে।
কোথায়, কার নেতৃত্বে প্যালেস্টাইনে ইসরাইলের জন্য হয়?উঃ তেল আবিবের যাদুঘরে ডেভিড বেনগুরিনের নেতৃত্বে।
ইসরাইল রাষ্ট্র কবে গঠিত হয়?উঃ ১৫ মে, ১৯৪৮।
ইসরাইল কবে মিশর আক্রমন করে?উঃ ১৯৫৬ সালে।
ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে কবে হেবরন চুক্তি স্বাক্ষরিত হয়?উঃ ১৫ জানু, ১৯৯৭।
ইসরাইলের কোন প্রধানমন্ত্রী আততায়ীর গুলিতে নিহত হন?উঃ আইজ্যাক রবিন (৪ নভেম্বর, ১৯৯৫)।
আইজ্যাক রবিনের হত্যাকারী কে?উঃ বার ইলান বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইগাল আমির।
‘মোসাদ’ কি?উঃ ইসরাইলের গোয়েন্দা সংস্থা।
ইহুদিবাদ আন্দোলনের প্রবক্তা কে?উঃ থিওডোর হার্জল।
কবে মিশর-সিরিয়া যৌথভাবে ইসরাইল আক্রমন করে?উঃ ০৬ অক্টোবর, ১৯৭৩।
কোন মার্কিন প্রেসিডেন্ট ক্যাম্প ডেভিড চুক্তির উদ্যোক্তা ছিলেন?উঃ জিমি কার্টার।
ক্যাম্প ডেভিড চুক্তি কবে স্বাক্ষরিত হয়?উঃ ১৯৭৮ সালে।
ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে নিরাপদ করিডোর চুক্তি স্বাক্ষরিত হয়?উঃ ০৫ অক্টোবর, ১৯৯৯।
জাতিসংঘ কবে জেরুজালেম ভাগের পরিকল্পনা করে?উঃ ০১ এপ্রিল, ১৯৫০।
জেরুজালেম বর্তমানে কোন দেশের অধীনে আছে?উঃ ইসরাইল।
ইসরাইলের গোপন পরমানু কর্মসূচীর সংবাদ ফাঁস করে কোন পরমানু বিজ্ঞানী?উঃ ইসরাইলী মোরদেকাই ভানুনু
ভানুনু পরমানু কর্মসূচী ফাঁসের দায়ে কত বছর কারাভোগ করেন?উঃ ১৮ বছর।
মোরদেকাই ভানুনু কবে মুক্তি লাভ করেন?উঃ ২১ এপ্রিল, ২০০৪।
দখলদার ইরাকী বাহিনীর নিকট থেকে কুয়েত কবে মুক্ত হয়?উঃ ২৮ ফেব্রুয়ারী, ১৯৯১।
পিএলও - ইসরাইল কবে পরস্পরকে স্বীকৃতি দেয়?উঃ ১০ সেপ্টেম্বর, ১৯৯৩।
ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?উঃ মিশর।
পিএলও এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয় কোথায়?উঃ তিউনিশিয়ায়।
ফিলিস্তিনের স্বায়ত্তশাসন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?উঃ ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩।
গাজা ও জেরিকো থেকে ইসরাইলের অপসারণ বিষয়ে দু’দেশের চুক্তি স্বাক্ষরিত হয়?উঃ ০৯ ফেব্রুয়ারী, ১৯৯৪।
ফিলিস্তিনিদের নিকট কবে গাজা হস্তান্তর করা হয়?উঃ ১৭ মে, ১৯৯৪।
স্বাধীন ফিলিস্তিনী রাষ্ট্র কবে ঘোষনা করা হয়?উঃ ১৫ নভেম্বর, ১৯৮৮।
স্বাধীন ফিলিস্তিনী রাষ্ট্রকে সর্ব প্রথম কোন দেশ স্বীকৃতি দেয়?উঃ আলজেরিয়া।
১৯৭৩ সালের আরব-ইসরাইল যুদ্ধের স্থায়ীত্বকাল ছিল কত দিন?উঃ ১৮ দিন।
জেরুজালেম প্রশ্নে পিএলও ও ভ্যাটিকানের মধ্যে চুক্তি কবে স্বাক্ষরিত হয়?উঃ ১৬ ফেব্রুয়ারী, ২০০০।
আনরোয়া কি?উঃ ফিলিস্তিনীদের সাহায্য করার জন্য জাতিসংঘ সংস্থা।
ফিলিস্তিনে কবে প্রথম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়?উঃ ২০ জানুয়ারী, ১৯৯৬।
আরব-ইহুদীদের মধ্যে কবে শেকের দেয়াল নিয়ে সংঘর্ষ বাঁধে?উঃ ১৯৩০ সালে।
আল ফাতাহ কি?উঃ ইয়াসির আরাফাতের দল।
পশ্চিম তীরের বানিজ্যিক নাম কি?উঃ রামাল্লাহ।
ইয়াসির আরাফাত কবে পিএলও প্রধান পদে নিযুক্ত হয়েছিলেন?উঃ ০৩ ফেব্রুয়ারী, ১৯৬৯।
আরব বিশ্বে The Great Survivor হিসাবে খ্যাত ছিলেন কে?উঃ ইয়াসির আরাফাত।
জন্মগতভাবে ইয়াসির আরাফাত কোন দেশের নাগরিক?উঃ মিশর।
ইয়াসির আরাফাত কোথায়, কবে মৃত্যুবরণ করেন?উঃ ১১ নভেম্বর, ২০০৪ প্যারিসে
চিকিৎসারত অবস্থায় ইয়াসির আরাফাত ফ্রান্সের কোন হাসপাতালে মারা যান?উঃ হসপিটাল ডি ইনষ্ট্রিকশন ডেস আর্মেস ডি পেরসি’তে।
ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের পর মিশরের সদস্য পদ বাতিল করেছিল?উঃ ওআইসি ও আরবলীগ।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়?উঃ ১২ মার্চ, ২০০২।
ফিলিস্তিনের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?উঃ আহমেদ কোরেই।
কখন সিরিয়িায় জনবসতি শুরু হয়?উঃ ৪৫০০ খ্রিষ্ট পূর্বাব্দে।
সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ কবে মৃত্যুবরণ করেন?উঃ ১০ জুন, ২০০০।
গ্রে উলফ নামে পরিচিত?উঃ কামাল আতাতুর্ক।
ক্যাম্প ডেভিড চুক্তিতে স্বাক্ষরকারী মিশরের প্রেসিডেন্ট কে?উঃ আনোয়ার সাদাত।
লেবাননে গৃহযুদ্ধ কবে শুরু হয়?উঃ ১৯৭৫ সালে।
মুসলিম দ্রুজ সম্প্রদায় বাস করে কোন দেশে?উঃ লেবাননে।
দুই ইয়েমেন কবে একত্রিত হয়?উঃ ২২ মে, ১৯৯০।
মধ্যপ্রাচ্যের দেশগুলো কবে তেল অবরোধ ঘোষনা করেছিল?উঃ ১৯৭৩ সালে।
সাফওয়ান সীমান্ত শহরটি কোন দেশে অবস্থিত?উঃ ইরাকে।
ইরানের সরকারী বার্তা সংস্থার নাম কি?উঃ ইরনা।
ইরাক-ইরান যুদ্ধ বন্ধে প্রধান মধ্যস্থতাকারী কে ছিলেন?উঃ জাতিসংঘের মহাসচিব।
পিএলও জাতিসংঘের সাধারণ পরিষদে কবে প্রথম আমন্ত্রণ পায়?উঃ ১৯৭৪ সালে।
জর্দানের বাদশা হোসেন কত বৎসর রাজত্ব পরিচালনা করেন?উঃ ৪৭ বৎসর।
সংবিধান অনুযায়ী লেবাননের প্রেসিডেন্ট নির্বাচত হন?উঃ একজন ম্যারোনাইট খ্রিষ্টান।
উপসাগরীয় যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনীতে দেশের সংখ্যা ছিল?উঃ ২৮টি।
মেসোপটেমিয়া কোন অঞ্চলকে বলা হয়?উঃ ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী বিধৌত অঞ্চল।
ব্লু-নীল ও হোয়াইট নীল নদের সংযোগস্থলে অবস্থিত নগরীর নাম কি?উঃ খার্তুম।
ব্যবিলনের শূন্য উদ্যানটি কোথায়?উঃ ইরাকে।
ঐতিহাসিক কনস্টান্টিনোপল জায়গাটি কোথায় অবস্থিত?উঃ তুরস্কে।
প্রথম ইসরাইল সফরকারী মিশরীয় প্রেসিডেন্ট কে ছিলেন?উঃ আনোয়ার সাদাত।
ইরাকে ইঙ্গ-মার্কিন হামলা কবে শুরু হয়?উঃ ২০ মার্চ, ২০০৩।
ইরাক অভিযানে মার্কিন কমান্ডার কে ছিলেন?উঃ জেনারেল টমি ফ্রাঙ্ক।
ইন্দোনেশিয়া কয়টি দ্বীপ নিয়ে গঠিত?উঃ ১৩,৫০০টি।
জেনারেল সুহার্তো কবে ইন্দোনেশিয়ার ক্ষমতা দখল করেন?উঃ ২২ ফেব্রুয়ারী, ১৯৬৭।
কবে সুহার্তোর ৩২ বছরের শাসনের অবসান ঘটে?উঃ ২০ অক্টোবর, ১৯৯৮।
বিছিন্নকামী আচেহ প্রদেশের গেরিলা বাহিনীর নাম কি?উঃ ফ্রি আচেহ মুভমেন্ট।
মেঘবতি সুকর্ণপত্রী ইন্দোনেশিয়ার কততম প্রেসিডেন্ট ছিলেন?উঃ পঞ্চম।
খেমার প্রজাতন্ত্রের পূর্ব নাম কি ছিল?উঃ কম্বোডিয়া।
কম্বোডিয়া কোন কখন ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে?উঃ ১৯৫৩ সালে।
কোন সালে সিহানুক পুনরায় কম্বোডিয়ার রাজা হন?উঃ ১৯৫৩ সালে।
খেমারুজ কোন দেশের রাজনৈতিক দল?উঃ কম্বোডিয়া।
পলপট কোন দেশের রাজনৈকিত নেতা?উঃ কম্বোডিয়া।
কম্পুচিয়ায় বা কম্বোডিয়ায় রাজতন্ত্র কে বিলোপ করেন?উঃ প্রিন্স নরোদম সিহানুক।
খেমারুজ নেতা পলপট কবে মৃত্যূবরণ করেন?উঃ ১৫ এপ্রিল, ১৯৯৮।
দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশ ইউরোপিয় শাসনাধীনে যায়নি?উঃ থাইল্যান্ড।
বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় রাজ্য শাসন করার কৃতিত্ব কোন দেশের রাজার?উঃ থাইল্যান্ড।
স্বাধীন পূর্ব তিমুর ইতোপূর্বে কোন দেশের প্রদেশ ছিল?উঃ ইন্দোনেশিয়া।
পূর্ব তিমুর এর স্বাধীনতা আন্দোলনের নেতার নাম কি?উঃ জানানা গুসমাও।
কবে পূর্ব তিমুরে প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়?উঃ ৩০ আগষ্ট, ২০০১।
কবে পূর্ব তিমুরে প্রথম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়?উঃ ১৪ এপ্রিল, ২০০২।
পূর্ব তিমুরের বর্তমান কি?উঃ তিমুর লেসেথে।
বিশ্বের কোন দেশে কোন আইন সভা নেই?উঃ ব্রুনাই।
হো চি মিন নামটি কিসের সাথে জড়িত?উঃ ভিয়েতনাম।
ভিয়েতনামের জাতীয়তাবাদী নেতা কে?উঃ নাগো দিন দিয়েম।
মালেয়শিয়া কবে গঠিত হয়েছে?উঃ ১৯৬৩ সালে।
কয়টি প্রদেশ নিয়ে মালয়শিয়া গঠিত?উঃ ১৩টি।
মালেয়শিয়া কবে ব্রিটেনের নিকট হতে স্বাধীনতা লাভ করে?উঃ ১৯৫৭ সালে।
সিঙ্গাপুর কয়টি দ্বীপের সমন্বয়ে গঠিত?উঃ ৫৫টি।
সিঙ্গাপুর কবে মালয়েশিয়া ফেডারেশনের অর্ন্তভুক্ত হয়েছিল?উঃ ১৯৬৩ সালে।
মালয়েশিয়া ও সিঙ্গাপুর কবে আলাদা হয়?উঃ ১৯৬৫ সালে।
এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্র কোনটি?উঃ তিমুর লেসেথে।

No comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();