Breaking News

আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশ:Bangladesh in International Yeard

আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশ
বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয় ?উঃ ভারত।
বাংলাদেশকে স্বীকৃতিপ্রদানকারী দ্বিতীয় দেশ কোনটি ?উঃ ভুটান।
সৌদিআরব কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ?উঃ ১৬ আগষ্ট, ৭৫।
আরব দেশগুলোর মধ্যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি ?উঃ ইরাক।
বাংলাদেশকে স্বীকৃতিপ্রদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি ?উঃ সুদান।
বাংলাদেশকে কবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় ?উঃ ১৯৮৬ সালে।
বাংলাদেশকে জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয় ?উঃ ৪১ তম।
জাতিসংঘ সাধারন পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?উঃ হুমায়ন রশিদ চৌধুরী।
বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য ?উঃ ৩২ তম।
বাংলাদেশের কমনওয়েলথে যোগদানের প্রতিবাদে কোন দেশ কমনওয়েলথ ত্যাগ করেছিল ?উঃ পাকিস্তান।
কবে বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহন করে ?উঃ ১ মার্চ ২০০০।
ফোবানা কি ?উঃ আমেরিকায় বসবাসকারী বাংলাদেশীদের একটি বেসরকারী সংগঠন।


বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান প্রথম জাতিসংঘ বাংলা ভাষায় বক্তৃতা করেন ?উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
বিশ্বের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশের সেনা মেডিকেল টিম সেবা প্রদান করে ?উঃ সিরিয়া, ১৯৭৩ সালে।
ও, আই, সি একমাত্র কারিগরী ইন্সটিটিউট কোথায় স্থাপন করা হয়েছে ?উঃ ঢাকায়। Islamic Institute Of Technology (IIT)
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ?উঃ ১৩৬ তম।

No comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();