Breaking News

প্রাথমিক নিয়োগ পরীক্ষার জন্য যে বইগুলো পড়তেই হবে | Primary Guide PDF



বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য বইসমূহের তালিকা

যে কোন চাকরি প্রস্তুতির জন্য সবচেয়ে ভাল পদ্ধতি হল বিষয়ভিত্তিক প্রস্তুতি নেওয়া । এতে করে যে কোন চাকরির পরীক্ষাতে আপনার উত্তীর্ন হবার সম্ভাবনা বেড়ে যায় । আপনি যদি শুধু প্রাইমারি গাইড পড়েই নিজের প্রস্তুতি শেষ করেন তবে অন্যান্য চাকরি পরীক্ষাতে আটকে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় । তাই আপনি যদি বিষয়ভিত্তিক ভাবে পড়াশোনা শুরু করেন তবে সেটা যে কোন চাকরির পরীক্ষার জন্যই ফলপ্রসু হবে । আপনার হাতে যদি যথেষ্ট সময় থাকে তবে বিষয়ভিত্তিক সামগ্রিক প্রস্তুতি নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ ।

নবম দশম শ্রেণীর বাংলা ২য় পত্র বই

প্রাথমিকের চাকরি পরীক্ষায় বাংলা ব্যাকরণ থেকে সবচেয়ে বেশি নম্বর আসে । বিগত বছরের প্রশ্ন বিশ্লেষন করে দেখা যায় প্রায় ১৫+ প্রশ্ন বাংলা ব্যাকরণ থেকে এসেছে । আর এসব ব্যাকরণের বেশির ভাগ প্রশ্নই এসেছে নবম দশম শ্রেণীর বাংলা ২য় পত্র পাঠ্যবই থেকে । নিচে বইটির পিডিএফ লিংক যুক্ত করা আছে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন ।


ষষ্ঠ থেকে নবম শ্রেনীর গণিত বই

নিয়োগ পরীক্ষায় মোট ২০ নম্বর আসে গণিত (পাটিগনিত , বীজগণিত ও জ্যামিত) থেকে । গণিতের সর্বোৎকৃষ্ট প্রস্তুতির জন্য আপনাকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর গণিত বইগুলোর পাটিগনিত , বীজগণিত ও জ্যামিতি অংশগুলো আয়ত্ব করতে হবে । বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণে দেখা যায় যে, নিয়োগ পরীক্ষার গণিতের বেশির ভাগ প্রশ্নই আসে এই বইগুলো থেকে । নিচে মেইন বই ও সমাধানের ডাউনলোড লিংক দেওয়া হল ।


English For Competitive Exam PDF

প্রাইমারি শিক্ষক নিয়োগ সহ যেকোন চাকরির ইংরেজী অংশের প্রস্তুতির জন্য সবচেয়ে ভাল বই “English For Competitive Exam” । সাম্প্রতিক সময়ে সকল চাকরি পরীক্ষাতেই এই বই থেকে হুবহু প্রশ্ন আসছে । তাই ইংরেজী বিষয়ের সর্বোত্তম প্রস্তুতির জন্য ইংলিশ ফর কম্পেটিটিভি এক্সাম বইটির বিকল্প নেই । বাজারের যে কোন লাইব্রেরী থেকে বইটি সংগ্রহ করে নিতে পারেন অথবা নিচের লিংক থেকে বইটির পিডিএফ ভার্সন ডাউনলোড করে নিতে পারেন ।


Mp3 বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী

প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলী থেকে ৭/৮ টি প্রশ্ন এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে ৫/৬ টি প্রশ্ন আসে । আর বাকি প্রশ্নগুলো সাম্প্রতিক থেকে আসে । সাধারন জ্ঞান প্রস্তুতির জন্য বাজারের যে কোন বইয়ের চেয়ে Mp3 বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী বই দুইটি সবার চেয়ে এগিয়ে । বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর যত খুটিনাটি তথ্য আছে সব পাবেন এখানে । যে কোন লাইব্রেরী থেকে বই দুইটি সংগ্রহ করতে পারবেন অথবা নিচের লিংক থেকে পিডিএফ ফাইল ডাইনলোড করে নিতে পারবেন ।


মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স

সাম্প্রতিক ঘটনাবলী থেকে প্রায় ৫/৬ টি প্রশ্ন আসে । এগুলোর প্রস্তুতির জন্য সবচেয়ে ভাল বই হল প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স । নিয়োগ পরীক্ষার আগের ৬ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ফলো করলেই সাম্প্রতিক অংশের প্রস্তুততি ভালভাবে সম্পন্ন করা সম্ভব । প্রতি মাসের প্রথম দিকেই যেকোন লাইব্রেরী থেকে কারেন্ট অ্যাফেয়ার্স সংখ্যা সংগ্রহ করে নিতে পারবেন । অন্যথায় নিচের লিংক থেকে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন ।

বিগত বছরের প্রশ্ন

প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগের পরীক্ষা কি ধরণের প্রশ্ন আসে এবং কিভাবে আসে সে বিষয়ে স্পষ্ট ধারণা পেতে বিগত বছরের প্রশ্নগুলো ফলো করতে হবে । নিচে বিগত বছরের প্রাইমারি নিয়োগ প্রশ্ন পিডিএফ লিংক দেওয়া হল ।

সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, সহায়ক বইয়ের পিডিএফ পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন।

No comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();