Breaking News

প্রাক সুলতানী আমল -গুপ্ত বংশ :Gupta Dynasty

প্রাক সুলতানী আমল -গুপ্ত বংশ
Gupta Dynasty
গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?উঃ ১ম চন্দ্রগুপ্ত (শ্রী-গুপ্ত) ।
গুপ্ত সাম্রাজ্যের গোড়া পত্তন হয়?উঃ ৩২০ খ্রিঃ পূর্বাব্দে।
গুপ্তযুগে বঙ্গের ভাগ কয়টি ছিল?উঃ দুটি
গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে?উঃ সমুদ্রগুপ্ত।
বিক্রমাদিত্য কার উপাধী ছিল?উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
অজান্তার গুহাচিত্র কোন যুগের সৃস্টি?উঃ গুপ্তযুগের।
কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হত?উঃ সমুদ্রগুপ্তকে।
সর্ব প্রথম কোন চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন?উঃ ফা-ইয়েন।
ফা-হিয়েন কার সময়ে ভারতবর্ষ পরিভ্রমন করেন ?উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
ফা-হিয়েনের ভারত পরিভ্রমনের কারণ কি ছিল?উঃ বৌদ্ধ ধর্মপুস্তক ‘বিনায়াপিটক’ এর মূল রচনা সংগ্রহ করা।
ফা-হিয়েন কত বছর ভারতবর্ষে অবস্থান করেন?উঃ তিন বছর।
গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে কখন?উঃ স্কন্দগুপ্তের বিক্রমাদিত্যের জীবনাবসনে।
গুপ্ত বংশের রাজত্বকাল স্থায়ী হয়েছিল?উঃ ৩২০-৫৫০ খ্রিঃ
গুপ্ত বংশের মধ্যে স্বাধীন ও শক্তিশালী রাজা কে ছিলেন ?উঃ ১ম চন্দ্রগুপ্ত।
১ম চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল?উঃ রাজাধিরাজ।
সমূদ্রগুপ্ত কখন সিংহাসনে আরোহন করেছিল?উঃ ৩৩৫ খ্রিঃ।
সমূদ্রগুপ্ত কত বছর রাজ্য শাসন করেন?উঃ ৪৫ বছর (৩৮০ খ্রিঃ পর্যন্তু)।
সমূদ্রগুপ্তের পিতা কে ছিলেন?উঃ ১ম চন্দ্রগুপ্ত।
মহাকবি কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন?উঃ ২য় চন্দ্রগুপ্ত।
২য় চন্দ্রগুপ্ত-এর রাজত্বকাল ছিল?উঃ ৩৮০-৪১৩ খ্রিঃ
কখন সম্রাট আলেকজান্ডার ভারতবর্ষে আগমন করেন?উঃ খ্রীস্টপূর্ব ৩২৭ অব্দে।
আলেকজান্ডারের গৃহ শিক্ষক কে ছিলেন?উঃ এরিস্টটল।

No comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();