প্রাক সুলতানী আমল -পাল বংশ |
|
|
পাল বংশের প্রতিষ্ঠাতা কে? | উঃ গোপাল। | | | |
গোপালের রাজত্বকাল কত ছিল? | উঃ ৭৫০ থেকে ৭৭০ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২০ বছর। | | | |
পাল বংশের রাজাগণ বাংলায় কত বছর রাজত্ব করেছেন? | উঃ প্রায় চারশ বছর। | | | |
পাল রাজারা কোন ধর্মালম্বী ছিলেন? | উঃ বৌদ্ধ। | | | |
বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? | উঃ পাল বংশ। | | | |
পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে? | উঃ ধর্মপাল। | | | |
গোপালের পরে কে বঙ্গ দেশের সিংহাসনে আসীন হন? | উঃ ধর্মপাল। | | | |
ধর্মপাল বৌদ্ধ ধর্মপ্রসারে কোন মন্দির স্থাপন করেন? | উঃ ১০৭ মন্দির সম্পন্ন বিক্রমশীলা বৌদ্ধ বিহার,
পাহাড়পুরের সোমপর বিহার, ময়নামতি বিহার ইত্যাদি।
|
|
|
|
ধর্মপালের রাজত্বকাল কত ছিল? | উঃ ৭৭০ থেকে ৮১০ খ্রিষ্টাব্দে পর্যন্ত ৪০ বছর। | | | |
নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত ‘সোমপুর বিহার’ -এর প্রতিষ্ঠাতা কে? | উঃ ধর্মপাল। | | | |
লৌসেন (Lausen) কে? | উঃ রাজা দেবপালের (৮১০-৮৫০ খ্রিঃ) সেনাপতি। | | | |
‘উদীয়মান প্রতিপত্তির যুগ’ বলা হয় কার শাসনামলকে? | উঃ দেবপালের। | | | |
কবে পাল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে ? | উঃ ১১২৪ খ্রিষ্ঠাব্দে। | | | |
|
প্রাক সুলতানী আমল -পাল বংশ :Paal Dynasty
Reviewed by
Tech Master
on
6:34 PM
Rating:
5
';
(function() {
var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true;
dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js';
(document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq);
})();
No comments