পুঁথি সাহিত্য |
|
শায়ের কারা? | উঃ পুঁথি সাহিত্যের রচয়িতার শায়ের বলা হয়। |
পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবির রচয়িতা কে? | উঃ ফকির গরীবুল্লাহ। |
উল্লেখযোগ্য শায়েরের নাম কি? | উঃ ফকির গরীবুল্লাহ, সৈয়দ হামজা, মালে মুহম্মদ, আয়েজুদ্দিন, মুহম্মদ মুনশী, দানেশ প্রমুখ। |
পুঁথি সাহিত্যে কোন কোন ভাষার সংমিশ্রন ঘটেছে? | উঃ আরবী, ফার্সি, বাংলা, হিন্দি, তুর্কি প্রভৃতি। |
কালুগাজী ও চন্দ্রাবতী কোন ধরনের সাহিত্য? | উঃ পুঁতি সাহিত্য। |
পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে ছিলেন? | উঃ ফকির আবদুল্লাহ। |
ফকির আবদুল্লাহর শ্রেষ্ঠ কবি প্রতিভা কোন গ্রন্থে বিধৃত? | উঃ ইউসুফ- জুলেখা। |
প্রনয়োপখ্যান জাতীয় উল্লেখযোগ্য পুথি সাহিত্য কি কি ? | উঃ ইউসুফ- জুলেখা, সয়ফুলমূলক- বদিউজ্জমান, লায়লী-মজনু, গুলে-বকাওলী। |
যুদ্ধ সম্পর্কিত উল্লেখযোগ্য পুঁথি সাহিত্য কি কি ? | উঃ জঙ্গনামা, আমীর হামজা, সোনাভান, কারবালার যুদ্ধ ইত্যাদি। |
পীর পাঁচালী বিষয়ক উল্লেখযোগ্য পুঁথি সাহিত্য কি কি ? | উঃ গাজী-কালু চম্পাবতী, সত্য পীরের পুঁথি ইত্যাদি। |
|
|
পুঁথি সাহিত্য
Reviewed by
Tech Master
on
5:47 PM
Rating:
5
';
(function() {
var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true;
dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js';
(document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq);
})();
No comments