বাংলা সাহিত্যের ছন্দ |
|
বাংলা ছন্দ প্রধানত কত প্রকার ও কি কি ? | উঃ তিন প্রকার। যথাঃ স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত। |
বাংলা সাহিত্যের প্রথম সনেট কে রচনা করেন? | উঃ মাইকেল মধুসুদন দত্ত। |
মাইকেল মধুসুদন দত্তের সর্বপ্রথম সনেট কোনটি ? | উঃ বঙ্গভাষা। |
সনেটের প্রবর্তক কে ? | উঃ ইটালীর কবি পেত্রার্ক। |
ধ্বনি প্রধান ছন্দ বলা হয়? | উঃ মাত্রাবৃত্ত ছন্দকে। |
ছন্দের যাদুকর কাকে বলা হয়? | উঃ সত্যেন্দ্রনাথ দত্ত। |
স্বরাক্ষরিক ছন্দের প্রর্বতক কে করেন? | উঃ সত্যেন্দ্রনাথ দত্ত। |
ছান্দসিক কবি কাকে বলা হয়? | উঃ কবি আব্দুল কাদিরকে। |
পয়ার ছন্দে থাকে? | উঃ অন্তমিল। |
লৌকিক ছন্দ কাকে বলে ? | উঃ স্বরবৃত্ত ছন্দকে। |
গৈরিশ ছন্দের প্রবর্তন কে করেন? | উঃ গিরিশচন্দ্র। |
গদ্য ছন্দের প্রবর্তন কে করেন? | উঃ সত্যেন্দ্রনাথ দত্ত। |
তানপ্রধান ছন্দ কাকে বলে? | উঃ অক্ষরবৃত্ত ছন্দকে। |
মুক্তক ছন্দের প্রবর্তন কে করেন? | উঃ কাজী নজরুল ইসলাম। |
সমিল মুক্তক ছন্দের প্রবর্তন কে করেন? | উঃ রবীন্দ্রনাথ ঠাকুর। |
|
|
বাংলা সাহিত্যের ছন্দ
Reviewed by
Tech Master
on
1:23 PM
Rating:
5
';
(function() {
var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true;
dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js';
(document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq);
})();
No comments