Breaking News

বাংলা সাহিত্যের ভাষাতত্ত্ব

বাংলা সাহিত্যের ভাষাতত্ত্ব

গৌড়ীয় ব্যাকরণ এর রচয়িতা কে?উঃ রাম মোহন রায়।
বাংলা ভাষার ব্যাকরণ রচনায় পথিকৃতের ভুমিকা কে পালন করেন?উঃ রাম মোহন রায়।
বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থ কে রচনা করেন?উঃ ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ কোনটি?উঃ গৌড়ীয় ব্যাকরণ।
বাংলা বর্ণমালা নিয়ে প্রথম বিস্তারিত আলোচনা কে করেন?উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
শব্দ তত্ত্বের রচয়িতা কে?উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
বাংলা ভাষার উৎপত্তি বিষয়ক মতবাদের প্রধান প্রবক্তা কে?উঃ ড. সুনীতকুমার চট্টোপাধ্যায় ও ড. মুহম্মদ শহীদুল্লাহ।
ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা কে?উঃ মুহম্মদ আবদুল হাই।
ভাষার ইতিবৃত্ত গ্রন্থটি কে রচনা করেন?উঃ ড. সুকুমার সেন।
কোন মনীষী একজন ভাষা বিজ্ঞানী ছিলেন?উঃ ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
সুনীতকুমার চট্রোপাধ্যায় রচিত গ্রন্থের নাম কি?উঃ Original Development Bengali Language (ODBL)
বহুভাষাবিদ পন্ডিত ছিলেন?উঃ ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
ড. এনামুল হক প্রধানত ছিলেন একজন?উঃ ভাষাতত্ত্ববিদ।
রামমোহন রায় এর ভাষাবিজ্ঞান বিষয়ক গ্রন্থ কি?উঃ গৌড়ীয় ব্যাকরণ।
শব্দতত্ত্ব ও বাংলা ভাষার পরিচয় কোন ভাষা বিজ্ঞনীর সৃষ্টি প্রবাহ?উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
ভাষা বিজ্ঞানী ড. মুহাম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থের নাম?উঃ বাঙলা ব্যাকরণ।

No comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();